বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে রাজধানীর গুলশানের ৯১ নম্বর রোড উদ্ধার করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রোডটি উদ্ধার করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
সোমবার (২৯ জুন) ডিএনসিসি থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ডিএনসিসির অঞ্চল-৩ এর অধীন গুলশান এলাকার ৯১ নম্বর সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ মিয়া। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুটপাত থেকে প্রায় ২৫টি অবৈধ টং দোকান অপসারণ করা হয়েছে। তবে অভিযানে কাউকে জরিমানা বা শাস্তি দেওয়া হয়নি। এছাড়া ৯১ নম্বর সড়কটি দীর্ঘদিন যাবত লোহার ফেঞ্চ ও কাঁটাতার দিয়ে বন্ধ করা ছিল। এ ফেঞ্চটি পুরোপুরি অপসারণ করে রাস্তাটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
অভিযানে গুলশান থানা পুলিশ ও ডিএনসিসির যান্ত্রিক এবং অন্যান্য বিভাগ প্রত্যক্ষ সহায়তা করে। পরে আশপাশের আরও কিছু বাসা-বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে অপরিচ্ছন্ন পরিবেশ ও ময়লা আবর্জনা পাওয়ায় তাদের সেসব অপসারণের নির্দেশ দিয়ে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।