মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
অনলাইন ডেক্স:রাজধানীর যাত্রাবাড়ী রায়েরবাগে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় শাহ আলম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বুধবার (২৪ জুন) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
নিহত মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলাই গ্রামের আহমেদ গাজীর ছেলে শাহ আলম। তিনি থাকতেন শনির আখড়া এলাকায়।
যাত্রাবাড়ী থানার উপ পরিদশর্ক (এসআই) সুব্রত বিশ্বাস জানান, রাতে রায়েরবাগ এসএ গ্রুপ-এর দক্ষিণ পাশে মহাসড়কে পায়ে হেঁটে রাস্তা পার হবার সময় কোনো গাড়ি চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে রাতে তার পরিচয় শনাক্ত না হওয়ায় মর্গে পাঠানো হয়নি। তার সঙ্গে থাকা মুঠোফোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় যোগাযোগ করলে সকালে তার গ্রামের বাড়ি থেকে স্বজনরা এসে তার পরিচয় শনাক্ত করে। পরে দুপুরে মরদেহ মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, কোন গাড়ির নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে তা বের করার চেষ্টা চলছে। শাহ আলম শনির আখড়া এলাকায় ভ্যানে করে কাচামাল বিক্রি করতেন।