শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটায় ২দিন ব্যাপী শিক্ষক মিলনমেলা অনুষ্ঠিত বরিশালে নারীপক্ষের আয়োজনে তরুণ প্রজন্মের সফলতার গল্প শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে জেলা প্রশাসকের শুভ আগমন উপলক্ষে মতবিনিময় সভা বাউফলে জেলেদের মাঝে (বিজিএফ) এর চাল বিতরণে অনিয়ম স্বল্পমূলে তৈরিকৃত ১৯২ জন জেলেদের মাঝে লাইফবয়া বিতরণ পটুয়াখালী র‍্যাব ক্যাম্পে,ঘুমন্ত অবস্থায়  র‍্যাব সদস্যর মৃ/ত্যু কলাপাড়ায় প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও’র মত বিনিময় বাউফলে সড়ক দুর্ঘটনায় ২ স্কুল শিক্ষকসহ আহত-৩ মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ কলাপাড়ায় বৌদ্ধবিহার গুলোতে উদযাপিত হচ্ছে প্রবারনা পূর্ণিমা কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত ম/র/দে/হ উদ্ধার মহিপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানিদের টিন ও নগদ টাকা প্রদান সাংবাদিকদের সাথে শিক্ষক নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে এক গৃহবধূর গর্ভে এক সঙ্গে পাঁচ নবজাতকের জন্ম পটুয়াখালীর গলাচিপায় র‍্যাবের বিশেষ অভিযানে ১২শ কেজী পলিথিন জব্দ,
ঝালকাঠিতে নমুনা সংগ্রহ বন্ধ, বিপাকে করোনা উপসর্গের রোগীরা

ঝালকাঠিতে নমুনা সংগ্রহ বন্ধ, বিপাকে করোনা উপসর্গের রোগীরা

Sharing is caring!

ঝালকাঠিতে নমুনা সংগ্রহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন করোনাভাইরাসের উপসর্গ জ্বর, সর্দি–কাশি ও শ্বাসকষ্টে ভোগা রোগীরা।

আজ শনিবার সকাল থেকে ঝালকাঠি সদর হাসপাতালসহ সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবের পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজের জন্য পরীক্ষা বন্ধ থাকায় দুই-তিন দিন নমুনা সংগ্রহ বন্ধ থাকবে।

জেলা সিভিল সার্জন সূত্রে জানা যায়, বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবের পরিষ্কার–পরিচ্ছন্নতা কাজের জন্য আপাতত করোনাভাইরাসের নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। এ অবস্থায় নমুনা সংগ্রহ করলে জট সৃষ্টি হবে। তাই হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ বন্ধ রাখতে বলেছে।

ঝালকাঠি জেলায় শুক্রবার পর্যন্ত ১ হাজার ৭৫ জনের নমুনা পরীক্ষার জন্য বরিশালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ৮২৭ জনের প্রতিবেদন এসেছে। এর মধ্যে ৬০ জনের প্রতিবেদন পজিটিভ এসেছে। নমুনা সংগ্রহের কার্যক্রম বন্ধ থাকায় সদর হাসপাতালে নমুনা দিতে আসা রোগীদের হতাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে।

ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকার আসাদুজ্জামান খান বলেন, ‘বৃহস্পতিবার সকালে আমার ভাইয়ের নমুনা দিতে ঝালকাঠি সদর হাসপাতালে যাই। সেখান থেকে জানানো হয়, বরিশাল ল্যাবে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ চলায় নমুনা পরীক্ষা বন্ধ। তাই ঝালকাঠিতে সর্বত্র নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে। ভাইয়ের দ্রুত নমুনা পরীক্ষা করাতে না পারলে আমাদের পরিবারকে এখন ঝুঁকি ও আতঙ্কের মধ্যে থাকতে হবে।’

জেলার সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদার বলেন, ‘বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবের পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজের জন্য পরীক্ষা বন্ধ থাকায় আমাদের দুই-তিন দিন নমুনা সংগ্রহ বন্ধ রাখতে হচ্ছে। পরীক্ষা না করাতে পারলে অহেতুক নমুনা সংগ্রহ করে লাভ নেই। এতে নমুনা সংগ্রহে জট সৃষ্টি হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD