সোমবার, ২৮ Jul ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
বরিশালে এয়ারপোর্ট থানাধীন কলাডেমা এলাকায় একটি গোডাউন ঘরের মাটি খুড়ে চুরি হওয়া সেচ মেশিন ও বাগান থেকে ২০ পিস টিন উদ্ধার করেছে পুলিশ। এসময় দুইজনকে আটকও করা হয়েছে।
মঙ্গলবার রাতে কলাডেমা এলাকা থেকে মালামাল উদ্ধার ও তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- রেদোয়ান ইসলাম ও ইয়াছিন খান।
বিষয়টি নিশ্চিত করেছেন উপ পুলিশ কমিশনার (উত্তর) খাইরুল আলম।
তিনি জানান, এয়ারপোর্ট থানার কলাডেমা এলাকার বাসিন্দা মো: আবু জাফর মিয়া শোলনা গ্রামে জমি ক্রয় করে একটি ঘর তৈরী করে বাকেরগঞ্জ চরামদ্দি এলাকায় তার বোনের অসুস্থতাজনিত কারনে সেখানে অবস্থান করতে থাকেন।এই সুযোগে মনিরুল ইসলাম, রেদোয়ানুল ইসলাম, ইয়াসিন খান ও নাইম চলতি মাসের ৩ মে গভীর রাতে জাফর মিয়ার ঘরে থাকা একটি পানি সেচার মেশিন ও ৫ বান টিন চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা। এ ঘটনায় ১১ মে জাফর মিয়া এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন।
উপ পুলিশ কমিশনার আরও জানান, মামলা দায়েরের পর আসামীরা গা ঢাকা দিলে গোপন সংবাদের ভিত্তিতে দুইজনকে আটক করা হয় এবং স্থানীয়দের উপস্থিতিতে চুরি হওয়া সেচ মেশিন ও টিন উদ্ধার করা হয়।
এঘটনায় আটক আসামীদের আজ বুধবার আদালতে প্রেরন করা হয়েছে।