শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
ঘূর্ণিঝড় আম্পানের কারণে ধীরে ধীরে আবহাওয়া পরিস্থিতির অবণতি ঘটেছ। এরইমধ্যে সম্ভাব্য বিপদ এড়াতে গোটা বরিশাল জেলার আশ্রয়কেন্দ্রগুলোতে ১লাখ ৭ হাজার ২৮৫ জন মানুষ আশ্রয় নিয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত সাড়ে ১২ টায় বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।
জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানাগেছে, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সার্বিক নির্দেশনায় ও তৎপরতায় উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় সকল প্রকার ক্ষয়ক্ষতি রোধে এরিমধ্যে সকল প্রকার প্রস্তুতি শেষ করেছে জেলা ও উপজেলা প্রশাসন। তবে চলমান করোনা ভাইরাসের প্রভাব কে মাথায় রেখে এবারে জেলা প্রশাসনের নানা ধরনের উদ্যোগের পাশাপাশি আশ্রয় কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।
ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় ১০ টি উপজেলায় নতুন ৭৫৫ টি আশ্রয়কেন্দ্রসহ মোট ১ হাজার ৭১ টি আশ্রয় কেন্দ্রে এরইমধ্যে প্রায় ১ লাখ ৭ হাজার ২৮৫ জন মানুষ আশ্রয় নিয়েছে। পাশাপাশি ২ হাজার ৪৯৯ টি গবাদিপশু আশ্রয় কেন্দ্রে ওঠানো হয়েছে।
জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, আশ্রয় কেন্দ্রগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশিপানি সরবরাহসহ শুকনো খাবার এবং সহ বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা করা হয়েছে।