বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
বরিশালে নতুন করে আরও একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার শের-ই-বাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজেটিভ আসে।
নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হওয়া ওই ব্যক্তি বরিশাল নগরীর বাসিন্দা। এ নিয়ে বরিশাল মহানগরীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে ১৮ জন। আর গোটা বরিশাল জেলায় এর আক্রান্তের সংখ্যা ৪৯ জন।
এদিকে বরিশাল জেলায় করোনাকে জয় করেছে আরও ২ জন ব্যক্তি। আজ বৃহস্পতিবার তারা দু’জন করোনা ভাইরাস থেকে সুস্থতার ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে জেলায় করোনা জয়ীর সংখ্যা ৩০ জন।
বৃহস্পতিবার (০৭ মে) বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে করোনা আক্রান্ত এবং সুস্থতা সংক্রান্ত তথ্য নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস।
এর আগে গত ১২ এপ্রিল প্রথম বরিশালের বাকেরগঞ্জ ও মেহেন্দিগঞ্জ উপজেলায় একজন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। পর্যায়ক্রমে বরিশাল মহানগরীসহ জেলার ১০ উপজেলায় ছড়িয়ে পড়ে করোনার সংক্রমণ।
বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও মেডিকেল কলেজ ছাত্রসহ বরিশাল মহানগরীতে আক্রান্তের সংখ্যা ১৮ জন, বাবুগঞ্জে ১১ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ৫ জন, উজিরপুরে ৪ জন, গৌরনদীতে ৪ জন, হিজলায় ৩ জন, বানারীপাড়ায় ২ জন, বাকেরগঞ্জে ১ জন ও মুলাদী উপজেলায় ১ জন আক্রান্ত শনাক্ত হয়েছে।
জেলায় আক্রান্তদের মধ্যে ১৫ জন স্বাস্থ্য বিভাগে কর্মরত। এদের মধ্যে চারজন ইন্টার্নসহ মোট ৯ জন চিকিৎসক, পাঁচজন নার্স, ১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক। সবশেষ বুধবার গৌরনদীতে একজন সিনিয়র স্টাফ নার্স করোনায় আক্রান্ত হয়েছে।
এর আগে বরিশালের মুলাদীতে এক দিনমজুরের মৃত্যু হয়। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে গত ১২ এপ্রিল কোভিড-১৯ পজেটিভ আসে। একই দিন আরও দু’জন প্রথমবারের মতো শনাক্ত হওয়ায় বরিশাল জেলাকে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।