বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন
বরিশালে হেক্সিসলের মূল্য অধিক রাখায় দুইটি ফার্মেসীকে অর্থদন্ড দেয়া হয়েছে।
বুধবার নগরীর সদর রোডে ও ফকির বাড়ি রোডের দুই ফার্মেসীতে এই অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।
তিনি জানান, সদর রোডের মেডিসিন প্লাস নামক ফার্মেসীতে গিয়ে ১৩০টাকা মূল্যের হেক্সিসল ২শ টাকায় বিক্রির সত্যতা পাওয়া গেলে মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর সেখান থেকে জানা যায় সুমন মেডিকেল হল নামে একটি পাইকারী ঔষধের দোকান থেকে মূল্যবৃদ্ধির ফলেই মূলত পুরো বরিশাল নগরীতে হেক্সিসলের খুচরা মূল্য বেশী। ফকির বাড়ি রোডে সুমন মেডিকেল হলে গিয়ে দেখা যায়, ১১৫ টাকা পাইকারি মূল্যে কেনা হেক্সিসল (যার সর্বোচ্চ খুচরা মূল্য ১৩০ টাকা) ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। উপস্থিত একাধিক ফার্মেসি দোকানদার ও দোকান কর্মচারীদের সাথে কথা বলে সত্যতা নিশ্চিত করা হয়। এসময় দেখা যায় অন্যান্য পণ্যের বিক্রি রশিদ থাকলেও উর্ধ্বমূল্যে বিক্রির কারণে হেক্সিসল বিক্রির কোন রশিদ নেই। পরবর্তীতে সুমন মেডিকেল হলের প্রোপ্রাইটর রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়।
পাশাপাশি, মূল্য তালিকা প্রদর্শন না করে একই পণ্য বিভিন্ন মূল্যে বিক্রি করার অপরাধে ফলপট্টি এলাকার দুটি ফলের দোকানকে ৫শ টাকা করে মোট ১ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে র্যাব-৮ এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের আলাদা আলাদা দুটি টিম।