শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:৪২ অপরাহ্ন
বরিশালে প্রায় হাজার পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৯৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাশেদুজ্জামান উজ্জল (৪১) যশোরের শার্শা থানাধিন নিজামপুর ইউনিয়নের শ্রী কোনা গ্রামের মৃত নূর বক্সের ছেলে।
তিনি রাজধানী ঢাকার উত্তরা সেক্টর-১২, রোড নম্বর ১৯ এর ‘স্বপন এর মালিকানাধীন ‘নাজ প্রোপারটিজ’ নামক বাড়ির ভাড়াটিয়া। বরিশাল নগরীর ১৪ নম্বর ওয়ার্ডস্থ মকবুর ইঞ্জিনিয়ার সড়ক থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ রাশেদুজ্জামানকে গ্রেফতার করে এসআই অরবিন্দ বিশ্বাসের নেতৃত্বাধীন ডিবি পুলিশের টিম।
এ সংক্রান্ত বিষয়ে গোয়েন্দা পুলিশ বাদী হয়ে বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামল দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলে হাজতে প্রেরণ করা হয়েছে।