সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
দিনে দুপুরে কিশোরকে ছুরিকাঘাতে হ/ত্যা/র চেষ্টা বাউফলে এক প্রসূতির জরায়ুর ভিতরে সিজারিয়ান কাচি পাওয়ার অভিযোগ ‘শীগ্রই কলাপাড়ায় যুগ্ম জেলা জজ আদালত স্থাপন করতে হবে’ বিচারপতি জেবিএম হাসান কুয়াকাটায় ২দিন ব্যাপী শিক্ষক মিলনমেলা অনুষ্ঠিত বরিশালে নারীপক্ষের আয়োজনে তরুণ প্রজন্মের সফলতার গল্প শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে জেলা প্রশাসকের শুভ আগমন উপলক্ষে মতবিনিময় সভা বাউফলে জেলেদের মাঝে (বিজিএফ) এর চাল বিতরণে অনিয়ম স্বল্পমূলে তৈরিকৃত ১৯২ জন জেলেদের মাঝে লাইফবয়া বিতরণ পটুয়াখালী র‍্যাব ক্যাম্পে,ঘুমন্ত অবস্থায়  র‍্যাব সদস্যর মৃ/ত্যু কলাপাড়ায় প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও’র মত বিনিময় বাউফলে সড়ক দুর্ঘটনায় ২ স্কুল শিক্ষকসহ আহত-৩ মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ কলাপাড়ায় বৌদ্ধবিহার গুলোতে উদযাপিত হচ্ছে প্রবারনা পূর্ণিমা কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত ম/র/দে/হ উদ্ধার মহিপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানিদের টিন ও নগদ টাকা প্রদান
ভারতের পশ্চিমবঙ্গের ‘কবি ভূমেন্দ্র গুহ পুরস্কার’ পেলেন লেখক ও সাংবাদিক আনিসুর রহমান স্বপন

ভারতের পশ্চিমবঙ্গের ‘কবি ভূমেন্দ্র গুহ পুরস্কার’ পেলেন লেখক ও সাংবাদিক আনিসুর রহমান স্বপন

Sharing is caring!

ভারতের পশ্চিমবঙ্গের ‘কবি ভূমেন্দ্র গুহ পুরস্কার’ পেয়েছেন বরিশালের লেখক ও সাংবাদিক আনিসুর রহমান স্বপন। কোলকাতার ‘সাংস্কৃতিক খবর’-এর পক্ষ থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর পাবলিশিং লিমিটেড (বিপিএল) থেকে প্রকাশিত ‘পারস্যে রবীন্দ্রনাথ’ বইয়ের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।

ভারত সরকারের পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় অনুষ্ঠেয় ৩২তম বাংলা কবিতা উৎসবে গত রোববার (২ ডিসেম্বর) তার হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। এরআগে সাংস্কৃতিক খবরের পক্ষ থেকে সল্টলেকের ওই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পেয়ে কোলকাতায় যান ইংরেজি পত্রিকা দ্যা নিউ এজের সিনিয়র রিপোর্টার আনিসুর রহমান স্বপন।

এদিকে সাংবাদিক আনিসুর রহমান স্বপন ‘কবি ভূমেন্দ্র গুহ পুরস্কার’ পাওয়ায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ^াস-সম্পাদক বাপ্পী মজুমদার সংগঠনের সদস্যবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তার উত্তারাত্তোর সাফল্য কামনা করেছেন।

লেখক আনিসুর রহমান স্বপন : ১৯৫৭ সালের ৩০ জানুয়ারি ঢাকায় জন্ম নেওয়া আনিসুর রহমান স্বপনের লেখাপড়া বরিশাল ব্রজমোহন কলেজের বাংলা বিভাগে। এখান থেকেই তিনি অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ও ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণা অসমাপ্ত রেখে ১৯৮৬-৯৬ পর্যন্ত এক দশক স্বপরিবারে তিনি তেহরানে ছিলেন। সেই সময় আনিসুর রহমান স্বপন কাজ করতেন ‘রেডিও তেহরানে’র বাংলা বিভাগে। তার স্ত্রী বিশিষ্ট লেখক ও ফোকলোর গবেষক বেগম ফয়জুন নাহার শেলী বরিশাল ইসলামিয়া কলেজে বাংলার অধ্যাপক ছিলেন। বাংলাদেশ, ভারত ও ইরানের পত্র-পত্রিকায় বিভিন্ন ভাষায় ও বিষয়ে প্রকাশিত আনিসুর রহমান স্বপনের মৌলিক ও অনুবাদ লেখার সংখ্যা প্রায় অর্ধশতাধিক। ‘একটি মোরগের কাহিনী’, ‘পারলৌকিক জীবন’, ‘ফার্সী ভাষার ব্যকরণ’, ‘তাহেরে সফরজাদেহ: স্বনির্বাচিত কবিতা’ এবং ‘বাংলাদেশে ফার্সী ভাসা ও সাহিত্য’ রয়েছে স্বপনের অন্যান্য বইয়ের মধ্যে। বর্তমানে তিনি ইংরেজি দৈনিক নিউ এজ’র বরিশাল প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন পেশাদার সাংবাদিক আনিসুর রহমান স্বপন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD