বুধবার, ১৪ মে ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
করোনা ভাইরাস মোকাবেলায় বরিশালে জনসমাগম এড়াতে আজও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপন মজুমদার।
সকালে নগরীর বাংলাবাজার এলাকায় জনসমাগমে থাকার কারনে ১জনকে ১ হাজার টাকা ও নতুন বাজারে মুল্য তালিকা না থাকায় এক দোকানীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়া করোনা সন্দেহে নগরীর ভাটিখানা এলাকায় এক বাসায় ভ্রাম্যমান আদলতের টিম অভিযান চালায়। কিন্তু সন্দেহজনক রোগী তার শ্বশুর বাড়ি থাকায় সেখানের উদ্দেশ্যে রওয়ানা করে ভ্রাম্যমান আদালত।
এ দিকে জনসামাগম প্রতিরোধে সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় পুলিশি টহল অব্যাহত আছে। নগরীর নথুল্লাবাদ বাস স্ট্যান্ড এলাকায় জনসমাগম এড়াতে পুলিশ বেশ কয়েকজনকে কান ধরিয়ে উঠবস করায়।
এ ছাড়া নিত্য প্রয়োজনীয় দোকান পাট ছাড়া নগরীর বেশীরভাগ দোকানপাট ছিল বন্ধ। নগরীর বেশীরভাগ এলাকাই ছিল জনশূন্য।