মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন
অনলাইন ডেক্স: রাজধানীর শাহবাগ থানার বাংলামোটরে ট্রাক ও লরি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দিনগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক শুক্রবার (১৩ মার্চ) ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে বাংলামোটর জহোরা স্কয়ার মার্কেটের সামনে ফুটপাতে ঘুমিয়ে ছিলেন ওই যুবক। এ সময় সড়কে একটি ট্রাক অপর একটি লরিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে লরিটি ফুটপাতে ঘুমিয়ে থাকা ওই যুবকের উপর উঠে যায়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার ভোর ৪টার দিকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ট্রাক ও লরি জব্দ করা গেলে চালকরা পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।