বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০১:১৬ অপরাহ্ন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণিত বিভাগের শিক্ষার্থী জান্নাতুল নওরীন উর্মির দায়ের করা অভিযোগকে মিথ্যা ও উদ্যেশ্যপ্রণোদিত দাবি করে মিছিল করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের সম্মুখে বরিশাল – পটুয়াখালী মহাসড়কে মিছিলটি সম্পন্ন হয়৷
মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, উর্মি একটি মিথ্যা – মনগড়া কাহিনি সাজিয়ে পুরো বিশ্ববিদ্যালয়কে নেতিবাচকভাবে উপস্থাপন করছে৷ সে তাঁর রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বাস্তবতা বিবর্জিতভাবে নিরপরাধ শিক্ষক – শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ করেছে৷
বক্তারা আরো বলেন, দ্রুততর সময়ের মধ্যে উর্মিকে নিজের ভুল স্বীকার করে অভিযোগ প্রত্যাহার করে নিতে হবে। অন্যথায় তাকে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করবে। সমাবেশে শিক্ষার্থীরা আগামী বুধবার সকাল ১১ টায় উর্মির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ঘোষনা দেন।
মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন গণিত বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন আহমেদ সিফাত, হিসাববিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সৈয়দ রুমান ইসলাম প্রমুখ।