সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
বরিশালে কমিউনিস্ট পার্টির (সিপিবি) দেশরক্ষা অভিযাত্রা সমাবেশে মুজাহিদুল ইসলাম বলেছেন, দেশের অর্থনীতির অবস্থা ভালো- সরকার এমন প্রচারনা চালিয়ে জনগনের সাথে প্রতারণা করছে। প্রচলিত আইনে প্রতারণা করা শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধে সরকারের বিরুদ্ধে মামলা হতে পারে।
মঙ্গলবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে সিপিবি’র বরিশাল বিভাগীয় সমন্বয়ক কমরেড মোতালেব মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত দেশ রক্ষা অভিযাত্রা সমাবেশে তিনি এসব কথা বলেন।
এসময় সিপিবি সভাপতি সেলিম আরো বলেন, সেরা অর্থমন্ত্রী দাবিদার অর্থমন্ত্রী নিজেই বলেছেন ব্যাংকের অর্থ লুটপাট হয়ে যাচ্ছে, লুটপাট ঠেকানো যাচ্ছে না। লুটেরাদের পাচার বন্ধের হিম্মত নেই, শাস্তি দেয়ার ক্ষমতা নেই বরং সঞ্চয়ী আমানতের সুদের হার অর্ধেকে নামিয়ে লুটেরাদের লুটপাটের বোঝা সাধারণ মানুষের উপর চাপিয়ে দেয়া হয়েছে। এটা চরম অন্যায়। তাই বিদ্রোহ শুরু করতে হবে। আর এই বিদ্রোহে আওয়ামী লীগ বা বিএনপিকে পাওয়া যাবে না, কেননা তারা লুটেরা পাচারকারীদের দল। আওয়ামী লীগ সরকারকে আর ক্ষমতায় থাকতে দেয়া যায় না।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, সিপিবি’র সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, কেন্দ্রীয় নেতা মাহাবুবুল আলম, সম্পাদকমন্ডলীর অন্যতম সম্পাদক আহসান হাবিব লাবলু, আঃ হালিম, দীলিপ পাইক, মোবাশ্বেরউল্লাহ, প্রশান্ত দাস হরি প্রমূখ। সভা পরিচালনা করেন অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম।