রবিবার, ২৭ Jul ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বেড়িবাঁধে সবুজ বেষ্টনী প্রকল্পের গাছ কেটে পাউবো’র যায়গায় দোকান ঘর নির্মাণ’র অভিযোগ দুমকিতে সরকারি ডাক্তার এনামুল হক কর্তৃক রুগীর স্বজনকে হুমকি প্রদানে থানায় অভিযোগ টেকসই বাধের অভাবে চরাঞ্চলের হাজারো মানুষ পানিবন্দি লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল।।পায়রা সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত কুয়াকাটায় সমুদ্রে গোসলে নেমে জোয়ারে ভেসে যাচ্ছিল পর্যটক, উদ্ধার করলো জেলেরা অতিরিক্ত পিপি নিয়োগ পেলেন তারেক আল ইমরান বাউফলে অসাধু ব্যবসায়ীর কবলে বিলুপ্ত হচ্ছে দেশি প্রজাতির মাছ চাঁদাবাজির টাকা নয় সৎ পথে উপার্জিত অর্থ দান করলেন মেজবাহ উদ্দিন ফরহাদ কলাপাড়ায় ক্ষতিকারক সামাজিক রীতিনীতিকে চ্যালেঞ্জ জানাতে সম্প্রদায় বিষয়ক সংলাপ বৃষ্টি উপেক্ষা করে কলাপাড়ায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা ইউএনওর বদলির খবরে কুয়াকাটায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল কলাপাড়ায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম এর পঞ্চম মৃত্যু বাষিকী পালিত বরিশালে দিনে দুপুরে বাসা থেকে মোটরসাইকেল চুরি কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত
শুরু হতে যাচ্ছে বানারীপাড়ার ঐতিহ্যবাহী সূর্যমনী মেলা

শুরু হতে যাচ্ছে বানারীপাড়ার ঐতিহ্যবাহী সূর্যমনী মেলা

Sharing is caring!

অবশেষে আগামী ২৫ ফেব্রুয়ারী হতে শুরু হতে যাচ্ছে বানারীপাড়ার ঐতিহ্যবাহী সূর্যমনী মেলা।

এসএসসি পরীক্ষার কারনে ঐতিয্যবাহী এ মেলা বন্ধ করেছিল প্রশাসন।

মেলা বন্ধ থাকার কারনে হাইকোর্টে আপিল করে মেলা কতৃপক্ষ। এর পরিপেক্ষিতে গত ২০ ফেব্রুয়ারী ঢাকা হাইকের্টে বিচারপাতি এম. এনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমান বানারীপাড়ায় সূর্যমনী মেলা অনুষ্ঠিত হাবার পক্ষে রায় দেন। এ রায়ের মাধ্যমে সূর্য দেবের পূজোর মধ্য দিয়ে উদযাপিত হবে ২২৫ তম এ সূর্য মনি মেলা।

উল্লেখ্য, উপজেলার আহম্মদাবাদ বেতাল গ্রামে স্থানীয় সনাতন ধর্মাবল্মীরা প্রায় ১০ একর এলাকা ঝুড়ে প্রতি বছর মাঘ মাসের মাঘী সুকলা তিথিতে সূর্য দেবের পূজো দেয়ার মধ্য দিয়ে গ্রাম বাংলার ঐতিয্যবাহী এ সূর্য মনি মেলার আয়োজন করেন। প্রাণের এ মেলাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবল্মীদের পাশ্পাশি স্থানীয় সকল শ্রেনী পেশার মানুষের মাঝে উচ্ছ্বাস বেড়ে যায়।

এক্ষেত্রে বানারীপাড়া উপজেলার পাশাপশি উজিরপুর, নাজিরপুর, ঝালকাঠী, আগৈলঝারা, গৌরনদী, বাবুগঞ্জ, বিমানবন্দর, মুলাদী, বাকেরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, কাউখালী, পিরোজপুর, বাগেরহাট, মোল্লারহাট, সাতক্ষিরা, কোটালীপাড়া, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে দোকানীরা এ মেলায় এসে বাহারী মিষ্টি সহ শিশুদের হরেক রকম খেলনা, নারীদের বিভিন্ন রকম প্রসাদনী, দা-বটি, খোন্তা, কুঠার ও কাঠ সহ বাশ বেতের তৈরী করা হস্তশিল্প দোকানে পসরা সাজিয়ে রাখে।

এছাড়াও মেলায় শিশু ও বয়জেষ্ঠদের বিনোদনের জন্য পুতুল নাচ, নাগর দোলা, লটারী, যাত্রা, সার্কাস ও হাউজি খেলার আয়োজন করা হয়েছে। প্রতি বছর দেশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা এ মেলায় এসে তাদের পরীবারের প্রয়োজনীয় তৈজসপত্র কিনে নেয়। এবারেও মেলায় দর্শনার্থীদের উপচেপরা ভির থাকবে বলে আশা করছেন মেলা আয়োজক কমিটির নেতৃবৃন্দ। এ বিষয়ে মেলা আয়োজক কমিটির জানান, মেলার দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের পাশাপশি নিজস্ব উদ্যোগে পর্যাপ্ত বলানটিয়ার থাকবে। তারা বলেন, প্রতি বছরের ন্যায় এবারেও মেলায় দর্শনার্থীদের উপচেপরা ভির থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD