শনিবার, ১০ মে ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর পুরাতন ফেরিঘাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ১৪ টি দোকান পুড়ে গেছে ।
রোববার (২৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯ টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটনা ঘটে ।
জানা গেছে,আগুন লাগার সাথে সাথে দুটি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়ে৷
পরে স্থানীয়রা উজিরপুর ফায়ার স্টেশনে খবর দিলে উজিরপুর ও গৌরনদী উপজেলার দুটি ইউনিট ঘটনাস্থলে এসে দুই ঘন্টাব্যাপী চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে টিভি-ফ্রীজ,মুদি, মোবাইল ও গ্যাসের দোকান সহ ১৪ টি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে পুঁড়ে যাওয়া দোকানের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী।
ঘটনার সত্যতা স্বীকার করে উজিরপুর ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে আনলে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে ফায়ার টিম স্টেশনে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিত জানা যাবে বলেও জানান এই ফায়ারম্যান।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মেয়র সহ স্থানীয় প্রতিনিধিরা।