শনিবার, ১০ মে ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
ঝালকাঠি জেলার নলছিটির আমিরাবাদ গ্রামে একটি মাদকের আস্তানায় অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাতে ৪৭ পিস ইয়াবাসহ আটজনকে আটক করেছে র্যাব ৮। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪৮ হাজার ৪শ’ টাকা, ১২টি মোবাইল এবং ১৯টি সিমকার্ড উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে র্যাব-৮ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকৃতরা হলো মো. জসিম হাওলাদার (২৮) ও মিরাজ হাওলাদার (৩৪), মো. জামাল খান (৬০), আওলাদ হোসেন মৃধা (৪৮) ও মো. জলিল তালুকদার (৬২), মো. মিজানুর রহমান (৩৬), মো. কামরুল ইসলাম (৩৯) এবং মো. সেলিম হাওলাদার (৪৫)।
এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে র্যাবের ডিএডি মো. আব্দুল মোন্নাফ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।