শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
নগরীর রুপাতলী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে পাঁচজন রোগীর দালালকে আটক করেছে মেট্রোপলিটন পুরিশের নগর গোয়েন্দা শাখার সদস্যরা।
আজ দুপুর ১টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় এসআই অরবিন্দু বিশ্বাসের নেতৃত্বে আটককৃতরা হলেন শহিদ খাঁন (৩৫), মনির হোসেন সরদার (৪৯), রবিউল ইসলাম মৃধা (২৫), জহিরুল ইসলাম (৫৫) ও জামাল হোসেন মোল্লা ওরফে নুরুজ্জামান।
আটকৃতদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড এলাকায় রোগীর দালালি, ছিনতাই ও প্রতারক সিন্ডিকেট পরিচালনার অভিযোগ ছিল।
পরে আটককৃতদের বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী হাকিমের আদালতে সোর্পদ করলে শহিদ খাঁনকে ৩ মাস এবং মনির হোসেন সরদার, রবিউল ইসলাম মৃধা, জহিরুল ইসলাম, জামাল হোসেন মোল্লাকে একমাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।