শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন
৩ ফেব্রুয়ারি সারা দেশে শুরু হবে এসএসসি পরীক্ষা। এবারের পরীক্ষায় বরিশাল বোর্ডে বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা। যার কারনে পূর্বের থেকে বেড়েছে দুটি কেন্দ্রও। পরিসংখ্যান অনুযায়ী, এবছর বরিশাল শিক্ষা বোর্ডে বেড়েছে পরীক্ষার্থী ও কেন্দ্রের সংখ্যা।
বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার এবছর মোট ১ হাজার ৪২৮টি বিদ্যালয় থেকে ১ লাখ ১৩ হাজার ৮৩ জন পরীক্ষার্থীর অংশগ্রহন করার কথা রয়েছে। যা গত বছরের থেকে ৫ হাজার ৫০৮ জন বেশি। আর মোট পরীক্ষার্থীর মধ্যে অনিয়মিত পরীক্ষার্থী-ই রয়েছে ২৩ হাজার ৪০৯ জন। যা মোট পরীক্ষার্থীর প্রায় ২১ শতাংশ।
এদিকে তথ্যানুযায়ী গত বছরের থেকে এ বছরে ২ হাজার ৭৯৭ জন অনিয়মিত পরীক্ষার্থী বেশি। এছাড়া জিপিএ মানোন্নয়নের জন্য পরীক্ষা দিবেন ১২২ জন। যা গতবছরের হিসেবে ২২ জন কম। গত বছর জিপিএ উন্নয়নের জন্য পরীক্ষা দিয়েছিলো ১৪৪ জন। তাছাড়া এবার বরিশাল বোর্ডের অধিনে গতবারের থেকে দুটি কেন্দ্র বেরে ১৭৮টি কেন্দ্রে পরীক্ষা গ্রহন করা হবে।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, বরাবরের ন্যায় এবারও বরিশাল জেলায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি। এ জেলার মোট এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে ৩৭ হাজার ৮১৭ জন। যার মধ্যে ছাত্র ১৮ হাজার ১১৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭০৪ জন। এছাড়া ২০২০ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় সব থেকে কম পরীক্ষার্থী অংশগ্রহন করছে ঝালকাঠি জেলা থেকে। এ জেলায় এসএসসি পরীক্ষা দিবেন ১০ হাজার ৫৮১ জন। যার মধ্যে ছাত্র ৪ হাজার ৮৮৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৬৯৬ জন।