রবিবার, ০৬ Jul ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
বরিশালের উজিরপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
নিহত দু’জন হলো উজিরপুর উপজেলার শোলক গ্রামের ওবায়েদুল হক হাওলাদারের মেয়ে মারিয়া আক্তার (৫) ও তার বোন ডলি বেগমের ছেলে আরাফাত সানি (৫) । আরফাত সানির বাবা প্রবাসী শহিদুল ইসলাম বড়াকোঠা ইউনিয়নের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, ডলি বেগমের স্বামী প্রবাসী হওয়া তিনি তার একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। সকালে সবার অজান্তে খেলার ছলে ভাইয়ের মেয়ে ও তার ছেলে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় আরাফাত ও মারিয়াকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আফজাল হোসেন জানান, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।