শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন
বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুরের একটি বাড়ি থেকে শাশুরি, মেয়ে জামাইসহ তিনজনের মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার ওসি (তদন্ত) জাফর আহম্মদ জানান, নিহত মরিয়ম বেগমের ছেলে ও বাড়ির মালিক কুয়ে প্রবাসী আব্দুর রব এর ভাই সুলতান মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন যে মামলায় ৩০২ ধারাসহ বেশ কয়েকটি ধারা রয়েছে।
মামলায় কোন নামধারী আসামী নেই, তবে অজ্ঞাতদের আসামী করা হয়েছে। পাশাপাশি এরইমধ্যে ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব রায়পাশা গ্রামের চুন্নু হাওলাদারের ছেলে জাকির হোসেন ও তার সহযোগী জুয়েলকে আটক করা হয়েছে এবং কিছু মালামালও উদ্ধার করা হয়েছে।
আটক এ দুজনকে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের নিকট সোপর্দ করা হবে বলে । তবে তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে কি না সেবিষয়ে এখনো কিছু জানাতে চাননি তিনি।
আরোও পড়ুন: বানারীপাড়ায় তিনজনের হত্যার ঘটনায় আটক আরোও ১