বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কম্পাউন্ড থেকে মানুষের মাথার খুলি ও দুটি হাড় (কঙ্কাল) উদ্ধার করা হয়েছে।
বৃহষ্পতিবার (০২ জানুয়ারি) ইন্টার্ন ডক্টরস হোষ্টেলের পেছনে থাকা খাল থেকে এ কঙ্কাল উদ্ধার করে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা।
বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের (১১ নম্বর ওয়ার্ড) সুপারভাইজার সাইদুল ইসলাম জানান, খালটি পরিষ্কারের সময় বেলা ১ টার দিকে মানুষের মাথার খুলি ও দুটি হাড় অর্থাৎ কঙ্কালের অংশবিশেষ ময়লার সাথে উঠে আসে।
এরপর বিষয়টি আমরা আমাদের উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।