শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৩৫ পূর্বাহ্ন
জেএসসিতে ৯৭ দশমিক ৫ শতাংশ পাসের হার অর্জনকারী বরিশাল শিক্ষাবোর্ডে শতভাগ পাশ করেছে ৭৮৩ শিক্ষা প্রতিষ্ঠান।
পাশাপাশি এ বোর্ডের আওতাধীন ৬ জেলার একটি বিদ্যালয়েও শতভাগ ফেল করার ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।
তিনি প্রকাশিত পরিসংখ্যানের বরাত দিয়ে তিনি জানান, শতভাগ পাশ করার ৭৮৩ টি বিদ্যালয়ের মধ্যে পটুয়াখালীতে ১৩২, বরগুনায় ১ শত, বরিশালে ২১২, পিরোজপুরে ১০৮, ভোলায় ১৪৮ ও ঝালকাঠি জেলায় ৮৩ টি বিদ্যালয় রয়েছে।
আর ৫০ ভাগের ওপরে শতভাগের নীচে পাশ করেছে ৯২৫ টি বিদ্যালয়। যারমধ্যে পটুয়াখালীতে ১৭৩, বরগুনায় ৮৭, বরিশালে ২৫০, পিরোজপুরে ১৬৫, ভোলায় ১৩৫ ও ঝালকাঠি জেলায় ১১৫ টি বিদ্যালয় রয়েছে।
এছাড়া ২০ ভাগের ওপরে ৫০ ভাগের নীচে পাশ করেছে মাত্র ৬ টি বিদ্যালয়। যারমধ্যে পিরোজপুরে ৫ টি ও ভোলায় ১ টি বিদ্যালয় রয়েছে। এগুলো হলো ভোলার তজুমদ্দিনের আরালিয়া জুনিয়র হাই স্কুল, পিরোজপুরের মঠবাড়িয়ার পাঠাকাটা জুনিয়র হাই স্কতুল, পিরোজপুর সদরের মাজার জুনিয়র হাই স্কুল, নেছারাবাদ উপজেলার দুর্গাকাঠী এস জি এস মাধ্যমিক বিদ্যালয়, উরিবুনিয়া জনসম্মেলনী জুনিয়র হাই স্কুল, অনন্ত কুমার মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
উল্লেখ্য বরিশাল বোর্ডে এবার জেএসসসিতে ১ হাজার ৭১৪ টি বিদ্যালয়ের ১লাখ হাজার ১৩ হাজার ৯৮৫ জন পরীক্ষার্থী ১৮১ টি কেন্দ্রে পরীক্ষা দেয়।
আরো পড়তে ক্লিক করুন: **বরিশালে বোর্ডে সেরা বরগুনা জেলা।
**পরপর দু’বছরে জেএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার একই, বেড়েছে জিপিএ-৫।