বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৩:৩৫ পূর্বাহ্ন
নির্ধারিত সময়ের প্রায় আড়াই মাস পর আজ শুরু হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক সন্মান প্রথম বর্ষের দুই দিনব্যাপী ভর্তি পরীক্ষা।
শুক্রবার সকাল ১০টায় ‘খ’ ইউনিটের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা শুরু হয়ে সকাল ১১টায় শেষ হয়।
‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৫৬০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ গ্রহন করে ১০ হাজার ১০৬জন শিক্ষার্র্থী।
পরীক্ষা শুরুর পরপরই সরকারী মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। তবে সকালের বৃস্টিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়।
বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘গ’ ইউনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ ২টি কেন্দ্রে ৩০০ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার্থী ৬ হাজার ১২ জন।
দ্বিতীয় দিন আগামীকাল শনিবার সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ ১২টি কেন্দ্রে ‘ক’ ইউনিটে ৫৮০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার্থী ২০ হাজার ৫শ’ ৬৭জন। এবার বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ২৪টি বিভাগে ১ হাজার ৪শ’ ৪০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা ৪৯ হাজার ৯শ’ ৫৬ জন। প্রতি আসনে প্রতিদ্বন্ধি ৩৫ জন।
আরও পড়ুন: **ববিতে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় স্বপ্নভঙ্গ ৩০ শিক্ষার্থীর।
**বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা : মেয়রের ফ্রি বাস সার্ভিস।