শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন
যে কোনো মূল্যে অবৈধ দখলদারদের হাত থেকে নদী রক্ষা করা হবে এবং প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে বরিশাল জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা নদী রক্ষা কমিটির সভায় এক বক্তব্যে একথা বলেন তিনি।
মুজিবুর রহমান হাওলাদার বলেন, নদী দখলদার যত শক্তিশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদী রক্ষা জরুরি। নদীর জায়গা নদীরই থাকবে।
নদী রক্ষার ব্যয় নির্ধারণ করে তা যথাযথ স্থানে দ্রুত পাঠানোর জন্য জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। এসময় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।