শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে নজরদারী বাড়ানোর নির্দেশনা দিয়েছেন র্যাবের মহাপরিচালক ড, বেনজীর আজমেদ।
সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধা সাড়ে ৭টায় বরিশালে র্যাব-৮ এর ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন র্যাবের ডিজি।
তিনি এসময় আরো বলেন, র্যাবের ঐকান্তিক চেষ্টায় সুন্দরবন দস্যুমুক্ত হয়েছে। মাদকের বিরুদ্ধে সবসময় অভিযান চালিয়ে যাচ্ছে র্যাব। মাদক ব্যবসায়ীরা বরিশাল ও সিলেটকে নতুন রুট হিসাবে ব্যবহারের চেষ্টা চালাচ্ছে। তাই এ অঞ্চলের বাহিনীকে আরো তৎপর হওয়ার নির্দেশ দেন বেনজীর আহমেদ।
তবে এজন্য বাহিনীর পাশাপশি সাধারন নাগরীরকদের সহযোহিতার জন্য আহ্বান জানান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যাব-৮ এর হেডকোয়ার্টের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি কেক কেটে উদযাপন করেন।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এসময় র্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম উপস্থিত ছিলেন।