রবিবার, ১৩ Jul ২০২৫, ১০:০০ অপরাহ্ন
বরিশাল নগরের কাশিপুর এলাকায় গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের চাপায় সোহাগ (২৪) নামে এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাত ১১ টার দিকে নগরের কাশিপুরস্থ পাসপোর্ট অফিস সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ (২৪) ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সেলতা এলাকার রশিদ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, কাশিপুর পাসপোর্ট অফিস সংলগ্ন রাস্তা পাড়াপাড়ের সময় সোহাগকে একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক চাপা দেয়। এতে সোহাগ গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে জরুরী বিভাগের চিকিৎসক সোহগকে মৃত ঘোষনা করে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও এর চালক ও হেলপাড় পালিয়ে গেছে। পাশাপাশি মৃতের মরদেহের সুরতহাল রিপোর্টও ময়নাতদন্তের জন্য হাসপাতালের লাশ রাখা কক্ষে রাখা হয়েছে।