শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন
বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালের ফিজিওথেরাপি ওয়ার্ড ও ডেন্টাল ইউনিটের যাত্রা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিভাগীয় পুলিশ হাসপাতালে ফিজিওথেরাপি ওয়ার্ড ও ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন করেন রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম।
এ সময় বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. এ কে এম এহসানউল্লাহ, বরিশালের পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক সাইফুল ইসলামসহ ফিজিওথেরাপি ও ডেন্টাল ইউনিটের ডাক্তার এবং পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।