শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
বরিশালে কীর্তনখোলা নদীতে একটি লঞ্চ ও মালবাহী কার্গোর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে হাজী মোহাম্মদ টুটু মিয়া নামের কার্গোটি নদীতে ডুবে গেছে।
শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শাহরোখ ২ নামের ওই যাত্রীবাহি লঞ্চটি বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। ঘটনাস্থলে পূবালী ২ নামের একটি লঞ্চ যাত্রীদের উদ্ধারে ঘটনাস্থলে রয়েছে।
বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার জানান,যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হচ্ছে এবং নিমজ্জিত কার্গোর স্টাফদের খোজ চালানো হচ্ছে তবে এখন পর্যন্ত নদীতে পড়ে নিখোজের কোন খবর পাওয়া যায়নি। এছাড়া লঞ্চটির তলা ফেটে গেছে।
এদিকে জানা গেছে কার্গোটি নিয়ম না মেনে নদীর বামদিকে চাপিয়ে চালাচ্ছিল চালক। অপরদিকে লঞ্চটি নদীতে বাক থাকা সত্বেও বেপরোয়া গতিতে চালাচ্ছিল।