শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
বিপুল উৎসাহ উদ্দীপনায় বরিশাল ক্যাডেট কলেজের ৩৮তম আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে তিন দিনের এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ কর্নেল কাজী আনিসুজ্জামান।
১৮ ডিসেম্বর সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করবেন ৭ পদাথিক ডিভিশন জিওসি ও বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী।
তিনটি হাউসে বিভক্ত প্রতিযোগী ক্যাডেটরা ৩৯টি ইভেন্টে তিন দিনের এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।