শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
বিনম্র শ্রদ্ধায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বরিশলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সুর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসক অফিস সংলগ্ন শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাজ্ঞলি নিবেদন করেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
সকাল নয়টায় জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি এরপরই সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বে নগর অওয়ামীলীগ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। তাদের পর জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বিএনপি সকাল দশটায় শহীদ স্মৃতিতে শ্রদ্ধা জানায়। এছাড়াও সিপিবি, বাসদ, ওয়ার্কার্স পার্টি ছাড়াও অনান্য রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ এখানে শ্রদ্ধা জানায়।
দিবসটি উপলক্ষে রাজনৈতিক দলগুলো আলোচনা সভা, জেলা প্রশাসনও আলোচনা সভা আর বিকেলে শিশু একাডেমি জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে পাকিস্তানীরা কিভাবে মেধাশূণ্য করতে চেয়েছে সে বিষয় শিশুদের মধ্যে তুলে ধরতে আলোচনা সভার আয়োজন করেছে।