রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন
বরিশালে চলছে বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের ত্রি বার্ষিক সম্মেলন।
রবিবার (৮ই ডিসেম্বর) সকাল ১১টায় বঙ্গবন্ধু উদ্যানে এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য আমির হোসেন আমু। অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। এছাড়ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।
সভায় শুরুতে শুভেচ্ছা বক্তৃতা করেন মহনগর আওয়মী লীগের সহ সাধারন সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন মহানগরের সাধারন সম্পাদক একেএম জাহাঙ্গীর।
বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় ১৫ হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন। এছাড়া দ্বিতীয় অধিবেশন শুরু হবে দুপুর ২টায়। সেখানে ৩৭০ জন কাউন্সিলর অংশগ্রহন করবে।