বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন
বেসরকারি কুরিয়ার সার্ভিস এসএ পরিবহনের বরিশালস্থ কার্যালয়ে অভিযান চালিয়ে আনুমানিক ১১ লক্ষ মিটার অবৈধ জাল ও ১৫ শত কেজি অবৈধ পলিথিন উদ্ধার করা হয়েছে।
বৃহষ্পতিবার দুপুরে পরিবেশ অধিদপ্তর ও মৎস অধিদপ্তরের পৃথকভাবে অভিযান পরিচালনা করে এ জাল ও পলিথিন জব্দ করে।
জেলা মৎস অফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতি এস এ পরিবহন নামক কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ১১ টি বস্তায় ১১ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি ২০ লাখ টাকা।
এসব অবৈধ জাল কুরিয়ার সার্ভিসের পার্সেল সহকারী মোঃ বেল্লাল হোসেনের কাছ থেকে উদ্ধার করা হয়। তাই তাকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম শামীম পরিচালিত ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পার্সেল সহকারী মোঃ বেল্লাল হোসেনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এদিকে পরিবেশ অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক তোতা মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস এ পরিবহন নামক কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালিয়ে ১৫ টি বস্তায় আনুমানিক ১৫ শত কেজি অবৈধ পলিথিন উদ্ধার করা হয়।
এসময় অবৈধ পলিথিন সরবরাহ মজুদ ও পরিবহনের কারেন কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের ম্যানেজার জাহাঙ্গীর আলম ও নগরের বাজাররোড এলাকার আয়েশা স্টোর্সের মজিবর রহমানকে আটক করা হয়।
পরে তাদের পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ আবদুল হালিম পরিচালিত ভ্রাম্যমান আদালতের নিকট সোপর্দ করা হয়। আদালত তাদের উভয়কে ৬ মাসের কারাদণ্ড, ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৪৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।