শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় গভীর রাতে বসতঘর থেকে গৃহবধূ নিখোজ, জনমনে নানা প্রশ্ন হত্যা না গুম ঈদের তৃতীয় দিনে পর্যটকে কনায় কানায় পরিপূর্ন কুয়াকাটা সৈকত সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ,সাধারন সম্পাদক নাসির উদ্দীন নাসির কলাপাড়ায় কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণদের সন্মাননা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত তারেক রহমানের পক্ষ থেকে বরিশাল মহানগর বিএনপির ঈদ উপহার বিতরণ পর্যটক আকর্ষনে ঈদকে ঘিরে কুয়াকাটায় চলছে শেষ সময়ের প্রস্তুতি কলাপাড়ায় ঈদের চাঁদ উৎসব কলাপাড়ায় ১১ গ্রামের ১৫ হাজার মানুষ উদযাপন করছে আগাম ঈদ পটুয়াখালীতে আজ ৩৫টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন পালিত হচ্ছে কলাপাড়ায় ৩৪টি এসএসসি ব্যাচের ‘হাইস্কুলিয়ান ইফতার ২০২৫’ অনুষ্ঠিত কলাপাড়া পৌর নির্বাচন।।মেয়র পদে নির্বাচন করতে তৎপর নান্নু মুন্সী কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম জিয়ার রোগমুক্তির জন্য ইফতার কলাপাড়া সাংবাদিক ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠান কুয়াকাটায় ১০ দোকানে তালা ঝুলিয়ে দিয়েছেন বিএনপি সভাপতির দুই ছেলে
ভোলা আলীনগরে বাড়ির আদিপত্য বিস্তারকরে নানী ও নাতিনকে পিটিয়ে যখম।

ভোলা আলীনগরে বাড়ির আদিপত্য বিস্তারকরে নানী ও নাতিনকে পিটিয়ে যখম।

Sharing is caring!

ভোলা প্রতিনিধি।।
ভোলার সদর উপজেলা আলীনগর ইউনিয়ন এর ৫নং ওয়ার্ডে বাড়ির আদিপত্য বিস্তারকে কেন্দ্রকরে বসবাসরত নাতিন ও নানীকে পিটিয়ে যখম করার ঘটনা ঘটিয়েছে একই বাড়ির বসবাসরত স্থানিয় দুরবিত্তরা।

গত (১০নভেম্বর) রবিবার বিকাল ৪ ঘটিকায় ভোলার আলীনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে রোখসানা(২২)স্বামি মো: জাবেদ এবং কুলসুম(৭০)স্বামি মৃত; মোঃকুদ্দুস মাতাব্বরকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে একই বাড়ির বাসিন্দা মোঃইকবাল(২০) পিতা;বারেক মাতাব্বর। শিরিনা(৩৫) শিমু(২৫) হাফসা(২২) সহ অজ্ঞাতনামা আরো কয়েজন মিলে পিটিয়ে যখম করার অভিযোগ করেছে আহতরা।
ঘটনাসুত্রে এক বর্ননায় আহত,রোখসানা ও কুলসুম ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের অভিযোগ করে বলেন,রবিবার বিকেল ৪’ঘটিকায় একই বাড়ির বসবাসরত ইকবাল ও তাহার পিতা বারেক মাতাব্বর সহ তাহার চার কন্যা এবং তাসলিমা(৩৫)রোখসানা ও কুলসুমকে কিলঘুসি ও লাঠি দারা আঘাত করে।এবং তাহাদের দুইজনকে শ্লিলতাহানী করার মাধ্যমে তাদের পরনে থাকা কাপড় চোপর টেনেহিচরে খুলে ফেলে এবং এলোপাথাড়ি বেধরক মারধর করতে থাকে। একপর্যায় তাদের ডাক চিৎকার শুনে বাড়ির স্থানিয় লোকজন ছুটে আসলে, অভিযুক্তরা সবাই ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে রোখসানা আরো অভিযোগ করে বলেন ঘটনার সময় তাহার গলায় থাকা ৮আনা ওজনের একটি চেইন হাতিয়ে নিয়ে যায় অভিযুকক্ত ইকবাল।
পরে উক্ত ঘটনার খবর শুনতে পেয়ে রোখসানার স্বামিসহ স্থানিয় কয়েকজন তাদের গুরুতর অবস্থায় ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে,সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মূমুর্ষ অবস্থায় জরুরি চিকিৎসা প্রধান করে ও হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখার পরামর্শ প্রধান করেন। বর্তমানে আহত রোখসানা হ সার্জারি ওয়ার্ডের-০৫নং এবং কুলসুম- ৫৭নং বেডে চিকিৎসাধীন রয়েছেন।
এ’ব্যাপারে আলীনগর ৫নং ওয়ার্ডে ইউপি মেম্বার মোঃ শাহিন জানান,আমি আহতদের হাসপাতালে চিকিৎসার খোজ খবর নিয়েছি। তদন্ত সাপেক্ষে স্থানিয় চেয়্যারম্যান এর সাথে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করবেন বলেও জানান তিনি।
তবে আহতদের পরিবারের পক্ষহতে অভিযুক্তদের বিরুদ্ধে সদর থানায় মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানায় আহত রোখসানার স্বামি মোঃ জাবেদ।

এদিকে উক্ত ঘটনার ব্যাপারে সত্যতা জানতে ঘটনাস্থলে গেলে অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি।পরে তাদের মুঠোফোনে ফোনে যোগাযোগ করলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD