সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত বরিশালে ৩৫ সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাপাড়ায় দ্বিতীয় দিনের মতো চলছে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি কলাপাড়ায় প্রকল্প অবহিকরন সভা বরিশালে রিকশা শ্রমিকদের নিয়ে ধানের শীষের ব্যতিক্রমী প্রচারণা বরিশালে চাকরি পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শ্রমিকদের অবস্থান, বিক্ষোভ বিপ্লব ও সংহতি দিবসে মহসিন সিকদারের নেতৃত্বে র‍্যালী সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদের বক্তব্যে বরগুনায় আইনজীবীদের প্রতিবাদ সাংবাদিক পেশার নাম ব্যবহার করে বরিশালে ভয়ংকর অপরাধ করে যাচ্ছে আরিফ বাউফলে উপজেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত নারীকে কু/পি/য়ে জখম, শ্লীলতাহানির অভিযোগ গর্ভবতী গরু জবাই ও মাংস বিক্রির দায়ে কসাইকে অর্থদণ্ড ও কারাদন্ড কলাপাড়া জাটকায় সয়লাব।। অভিযান শুধু সড়কে সংখা দিয়ে নয়, মানসম্মত শিক্ষাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত ….এবিএম মোশাররফ হোসেন ভোট যেন না হয় সে ষড়যন্ত্র চলছে : সরোয়ার
বিপদ সংকেতের পর পটুয়াখালীতে রাতভর প্রচারণা

বিপদ সংকেতের পর পটুয়াখালীতে রাতভর প্রচারণা

Sharing is caring!

পটুয়াখালী: অতিপ্রবল বেগের ঘূর্ণিঝড় ‘বুলবুল’ সম্পর্কে জনসাধারণকে সর্তক করতে পটুয়াখালী জেলা-উপজেলার চর, দ্বীপ ও ঝুঁকিপূর্ণ এলাকায় রাতভর প্রচারণা চলছে।

শুক্রবার (৮ নভেম্বর) গভীর রাত পর্যন্ত পটুয়াখালী, কলাপাড়া, রাঙ্গাবালী, গলাচিপা, বাউফল, দশমিনা মির্জাগঞ্জ ও দুমকির বেড়িবাঁধ এলাকায় প্রচারণা চালিয়েছে ফায়ার সার্ভিস, কমিউনিটি ভলান্টিয়ার, পটুয়াখালী ইয়ুথ ফোরাম, রেডক্রিসেন্টে, সিপিপি ও পুলিশ।

আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সন্ধ্যায় উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি, এই তথ্যে জনসাধারণকে শেল্টারে নিয়ে আসতে সকালে কাজ শুরু করবে প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা।

এদিকে পটুয়াখালী জেলায় ঘূর্ণিঝড় মোকাবিলায় সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

শুক্রবার (৮ নভেম্বর) রাত ৮টায় কলাপাড়া উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান।

জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, পটুয়াখালী জেলায় দুর্যোগাক্রান্তদের আশ্রয় নেওয়ার জন্য ৪০৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগ পরবর্তী জরুরি সহায়তার জন্য ১২ লাখ ৭৫ হাজার টাকা, ৩০০ মেট্রিকটন চাল, ৩৫০ বান্ডেল ঢেউটিন, সাড়ে তিন হাজার কম্বল বরাদ্দ করা হয়েছে।

তিনি বলেন, দুর্যোগ প্রস্তুতি, দুর্যোগ মোকাবিলা ও দুর্যোগ পরবর্তী উদ্ধার কাজে সহায়তার জন্য সব সিপিপি সদস্য এবং অন্য স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে। বর্তমানে পায়রা বন্দরসহ সব সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত জারি করায় জরুরি কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে পটুয়াখালীতে ঘূর্ণিঝড় থেকে রেহাই পেতে মসজিদে মসজিদে দোয়া ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও জনসচেতনতা সৃষ্টির জন্য সন্ধ্যায় বাদ মাগরিব জেলার মসজিদগুলোতে জেলা প্রশাসনের নির্দেশনা প্রচারণা করা হচ্ছে। বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম।

জাতীয় এবং জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী জেলার প্রায় দু’হাজার মসজিদে বিশেষ দোয়া করা হয়েছে।

এছাড়াও মাগরিবের নামাজের পর উপকূলীয় উপজেলা মসজিদের মাইকে জনগণকে সর্তক থাকার জন্য অনুরোধ জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD