শুক্রবার, ১৬ মে ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
পটুয়াখালী (কলাপাড়া) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলাকে জেলায় রুপান্ত্রিত করার দাবীতে কলেজ শিক্ষক শিক্ষার্থীর ব্যানারে মানববন্ধন করা হয়েছে।
শনিবার সকাল ১১ টায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ ছাত্র শিক্ষক’র উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে ছাত্র শিক্ষক ছাড়াও ঢাকাস্থ কলাপাড়া সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন, মোজাহার উদ্দিন বিশ্বাস সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শহিদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস, সরকারি কলেজ অনার্স শাখার ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামন হিরন, শিক্ষার্থী জাকিয়া আক্তার বৃষ্টিসহ শিক্ষর্থীরা।
বক্তারা জেলার দাবীতে যৌক্তিকতা তুলে ধরে বলেন, কলাপাড়ায় দেশের তৃতীয় সমুদ্র বন্দর, কুয়াকাটা পর্যটন কেন্দ্র, সাবমেরীন ক্যাবল ল্যান্ডিন স্টেশন, শের ই- বাংলা নৌ ঘাটি, মহিপুর ও আলীপুর মৎস্য বন্দর, এশিয়ায় প্রথম পানি যাদুঘর, তাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এছাড়াও এ উপজেলা দু’টি পৌর সভা, দু’টি থানা সহ সংসদীয় নির্বাচনী আসন রাঙ্গাবালী উপজেলাও রয়েছে।
তাই এ উন্নয়ন মুলক কর্মকান্ডের প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখতে কলাপাড়া উপজেলাকে জেলা ঘোষনা কারা এখন শুধু মাত্র সময়ের দাবী।