বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৮:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলাপাড়ায় সরকারি এম বি কলেজ মাঠ উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন কুয়াকাটায় বেড়িবাঁধ নির্মাণে সংরক্ষিত বনের বালু উত্তোলন, হুমকিতে সবুজ বেষ্টনী বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলে গুমট পরিবেশ চন্দ্রদ্বীপ ইউনিয়নের রাস্তা সহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এলজিইডির টিম বাউফল নারীর বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে ৮দিনের অভিযানে ১৯ জেলে আটক, প্রায় সাড়ে ৩ লক্ষ মিটার জাল জব্দ বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ বরিশাল মহানগরীর প্রতিনিধি সমাবেশ কলাপাড়ায় নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা কুয়াকাটা পৌর বিএনপির অফিস ভাংচুর মামালায়, পৌর আওয়ামী লীগ সভাপতি সহ ৪ জন জেল হাজতে ডাকাত বাহিনীর প্রধান ২০মামলার আসামী জুয়েল মৃধা গ্রেপ্তার  কলাপাড়ায় এইচএসসিতে মহিপুর  মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজ এগিয়ে ৫ দিন পাঞ্জা লড়ে মৃ-ত্যুর কাছে হার মানলেন সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম উপকূলের শিশুদের সাঁতার প্রশিক্ষণ শেষে প্রতিযোগিতা মহিপুরে অর্থের অভাবে অন্ধ হতে বসেছে শিশু তাওহিদ, সাহায্যের আবেদন
গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানালো নুসরাতের পরিবার

গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানালো নুসরাতের পরিবার

Sharing is caring!

নুসরাতের পরিবার।

ফেনী: প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াসহ বাংলাদেশের সব গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে নুসরাতের পরিবার।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে সোনাগাজী পৌর শহরের অদূরে নুসরাতের বাড়িতে গেলে তার পরিবারের পক্ষ থেকে এ কৃতজ্ঞতা জানানো হয়।

নুসরাতের বাবা মাওলানা একেএম মুসা মানিক বলেন, ঘটনার শুরু থেকে তথ্য অনুসন্ধানের জন্য নিরলসভাবে খেটে গেছেন সাংবাদিকরা। তথ্য অনুসন্ধানে তারা বড় ধরনের ভূমিকা রেখেছেন। তাদের কারণে ঘটনাটি বাংলাদেশসহ সারা বিশ্বে সাড়া জাগিয়েছিল। যার ফলে এরকম দৃষ্টান্তমূলক রায় হয়েছে।

নুসরাতের মা শিরিন আখতার বলেন, ‘সব আসামির ফাঁসি হয়েছে। আমরা এ রায়ে খুশি। আমার মেয়ের আত্মা শান্তি পাবে।’

নুসরাতের ভাই নোমান বলেন, ‘এ রায়ে আমরা সন্তুষ্ট। আমরা চাই উচ্চ আদালতেও যেন এ রায়টি বহাল থাকে। রায়ের পর আসামি পক্ষ থেকে বিভিন্নভাবে হুমকি আসছে। রায় কার্যকর না হওয়া পর্যন্ত নিরাপত্তা যেন বহাল থাকে।

নুসরাতের বাড়িতে এসে কথা হয় সোনাগাজী সার্কেলের সিনিয়র পুলিশ সুপার সাইকুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, আগে থেকেই নুসরাতের বাড়িতে ২৪ ঘণ্টা নিরাপত্তায় নিয়োজিত ছিল ৩ জন পুলিশ। রায়ের পর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

এর আগে বহুল আলোচিত ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার মামলায় প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ-উদ দৌলাসহ ১৬ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত।

বেলা সোয়া ১১টার দিকে ফেনী জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD