বুধবার, ০৯ Jul ২০২৫, ০৫:০১ অপরাহ্ন
বাগেরহাট:
প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে বাগেরহাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তামিম মল্লিক (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার খানজাহান আলী মাজার এলাকায় এ ঘটনা ঘটে। তামিম মল্লিক সদর উপজেলার সিংড়াই গ্রামের ইয়াছিন মল্লিকের ছেলে।
বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাফিউল ইসলাম বলেন, তামিমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন ছুরিকাঘাত করে তামিমকে হত্যা করে। এ ঘটনার বিস্তারিত জানতে এবং ঘাতককে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।