বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : “আন্দোলন, সংগ্রাম ও সফলতা” এই শ্লোগানকে সামনে রেখে কলাপাড়ায় জাতীয় শ্রমিকলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায়
একটি র্যালী বর্নাঢ্য রেলী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
কলাপাড়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি হীরা হাওলাদার স্বপনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম রকিবুর আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পটুয়াখালী জেলা শ্রমিকলীগের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমূখ।
এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়।