সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:১০ অপরাহ্ন
ক্রাইমসিন২৪:
বরিশালের উজিরপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ (১৭) নামে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। পাশাপাশি এ ঘটনায় আরো ৫/৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে উজিরপুর উপজেলার হস্তিসুন্ড নামক এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ (১৭) দুর্ঘটনা কবলিত ট্রাকের হেলপার ছিলো এবং সে ফরিদপুরের গোপিনাথপুর এলাকার সানোয়ার এর ছেলে। স্থানীয়রা জানান, হানিফ পরিবহনের যাত্রীবাহি একটি বাস ঢাকা থেকে বরিশালের দিকে যাওয়ার সময় বিপরীত মুখি ট্রাকটির সাথে হস্তিসুন্ড নামক এলাকায় বসে মুখোমুখি সংঘর্ষ হয়।