মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন
ক্রাইমসিন২৪:
বরিশালের মুলাদীতে সুমি (১৭) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১৭ নভেম্বর) দুপুরে মুলাদী উপজেলার দরিচর লক্ষীপুর গ্রামের নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত সুমি ওই গ্রামের জালাল সর্দারের মেয়ে। স্থানীয়রা জানান, কয়েকবছর পূর্বে সুমির মা মারা যায়। এরপর থেকে সে আর তার বাবার সাথে গ্রামের বাড়িতেই থাকতো, তবে তার দুই ভাই ঢাকায় থাকে। বেশ কয়েকদিন ধরে মাথা ব্যাথাসহ শারিরীক নানান সমস্যায় ভূগছিলো সুমি। শনিবার দুপুরে সুমির বাবা ঘরে এসে আড়ার সাথে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। বিষয়টি নিশ্চিত করে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, মেয়েটির কিছুটা মানসিক সমস্যাও রয়েছে বলে স্বজনরা জানিয়েছে।