বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ পক্ষ পালিত সচেতনতামূলক সভা ও প্রচার কর্মসূচি অনুষ্ঠিত বেগম জিয়ার জন্য ১৬ নং ওয়ার্ড শ্রমিকদলের দোয়া দল থেকে মনোনয়ন পেল পটুয়াখালী-০১, ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোসনা দিল পটুয়াখালী ৪ আসনে কলাপাড়ায় চালু হলো ‘মায়াজ মার্ট.কম’ — ঘরে বসেই মিলবে পণ্য সেবা কলাপাড়ায় মানবাধিকার দিবসে কৃষিনীতি বাস্তবায়নের দাবিতে নারী কৃষকদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন বাউফলে সেই আওয়ামী দোসর মকবুলের বিরুদ্ধে জালিয়াতি মামলা, পিবিআইকে তদন্ত বরিশালে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে স্পীড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বরিশাল কাশিপুরে বিএনপি নেতার হামলায় জামায়তকর্মী গুরুতর জখম আপনারা শহীদ জিয়ার রাজনীতি করেন, আপনারা বেগম খালেদা জিয়ার রাজনীতি করেন রাস্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি নেতার শীতবস্ত্র বিতরণ বরিশালে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক নেতা মনজুর হোসেন বেগম জিয়ার সুস্থতার জন্য ৯ নং ওয়ার্ড শ্রমিকদলের দোয়া চরফ্যাশনে যুবদল নেতার উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া কলাপাড়ায় উদ্ধার হওয়া শঙ্খিনী সাপ সংরক্ষিত বনে অবমুক্ত
কলাপাড়ায় চালু হলো ‘মায়াজ মার্ট.কম’ — ঘরে বসেই মিলবে পণ্য সেবা

কলাপাড়ায় চালু হলো ‘মায়াজ মার্ট.কম’ — ঘরে বসেই মিলবে পণ্য সেবা

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে প্রথমবারের মতো গ্রাহকদের দোরগোড়ায় পণ্য পৌঁছে দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো মায়াজ মার্ট.কম।

কয়েক দিনের ভিতরের মায়াজ মার্ট.কম সারাদেশে এ সেবা চালু করা হবে।

সোমবার(১০ডিসেম্বর) দুপুর সাড়ে ৩ টায় কলাপাড়া পৌর শহরের এমএম প্লাজায় পণ্যের গুণগত মান নিয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে অনলাইন ভিত্তিক এ সেবার উদ্বোধন করা হয়। অনলাইন প্ল্যাটফর্ম  এ প্রদর্শিত যে কোনো পণ্য অর্ডার করে গ্রাহকরা হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন।

শুরুর দিকে সেবা সীমাবদ্ধ থাকলেও ধীরে ধীরে সারাদেশে ডেলিভারি চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানের।গ্রাহকরা ন্যূনতম ৫০০ টাকার পণ্য কিনলেই ফ্রি হোম ডেলিভারি পাবেন।

ক্রয় প্রক্রিয়ায় গ্রাহককে প্রথমে ওয়েবসাইটে গিয়ে নিজের নাম, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর পছন্দমতো পণ্য অর্ডার করা যাবে।

প্রাথমিকভাবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হোম ডেলিভারি সেবা দেওয়া হবে।

বিকাল ৪টার পর করা অর্ডার পরদিন সকালে ডেলিভারি দেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ।

এসময় উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া পৌর শহর  বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাজমুল ইসলাম, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, অর্থ সম্পাদক সৈয়দ রাসেল মিরা, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সদস্য সচিব আহমেদ পাশা তানভীর, এজে ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম, ব্যবসায়ী আরিফ সিকদার, মো. কামাল হোসেন, কলাপাড়া পৌরসভার ইঞ্জিনিয়ার শামসুল আরেফিন শাকিল, ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার ফজলুর রহমান, মায়াজ মার্ট এর স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, মহিবুল ইসলাম জীবু, রফিকুল ইসলাম রনি প্রমুখ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমাত জামে মসজিদের ইমাম হাফেজ মো. মিরাজ।

স্থানীয়ভাবে দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য অনলাইন শপিং অভিজ্ঞতা দিতে ‘মায়াজ মার্ট.কম’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজনে বক্তারা আশা প্রকাশ করেন।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD