সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন
মু,হেলাল আহম্নেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধি :
পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সরোয়ার হাওলাদার এর খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ইটবাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারনগণ।
এসময় এলাকার কয়েকশত নারী পুরুষ এ মানববন্ধবে উপস্থিত ছিলেন। উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, পাওনা টাকা চাইতে গিয়ে ইলিয়াস, ফারুক, সবুজসহ জাহাঙ্গীর ঐ দিন তাকে ডেকে নিয়ে ইউপি সদস্য সরোয়ারকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তারা।
এদিকে মৃত্যুর ৭ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
এছাড়াও আসামির বর্তমানে এলাকায় থেকে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে যাচ্ছে হত্যাকারীর স্বজনদের। তাই অনতিবিলম্বে খুনিদের গ্রেফতারের দাবি জানিয়েছে সরোয়ারেরে পরিবার ও এলাকাবাসী।