শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চর বাংলায় গ্রামের সরকারি খাস জমি নিয়ে মারামারি ঘটনাকে কেন্দ্র করে চর বিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতির নামে বিভিন্ন সোশাল মিডিয়ায় সংবাদ প্রচার হয়।
উক্ত সংবাদের প্রতিবাদ ও তিব্র নিন্দা জানিয়ে ১৪ই নবেম্বর রোজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ন্যাশনাল প্রেস সোসাইটি( এন পি এস) গলাচিপা উপজেলার চর শিবা শাখা অফিসে সংবাদ সম্মেলন করেন চর বিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাখের বিশ্বাস।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,ঘটনার দিন আমি ছিলাম দশমিনায়,আওয়ামী লীগের দোসর,সিরাজ,জালাল তালুকদার ও ফারুক মীরসহ আরো কিছু কুচক্রী মহল আমার ও আমার দলকে হ্যাও প্রতিপূর্ণ করার জন্য এই মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে।
তিনি আরও বলেন,এই আওয়ামী লীগের দোসর ও দালালরা বিগত ১৭ বছর চর বাংলার মানুষের উপর জুলুম অত্যাচর করে আসছে।সরকার পতনের পর তারা বেপরোয়া হয়ে উঠেছে।
আমি প্রশাসনের প্রতি অনুরোধ করছি,সঠিক ভাবে তদন্ত করলেই আসল রহস্য বেড়িয়ে আসবে। উক্ত সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন,চরশিবা সাংগঠনিক ইউনিয়নের যুব দলের আহ্বায়ক মোঃ পলাশ গাজী।