বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় ইউপির সদস্যের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও সরকারি সুবিধা প্রদানের নামে জনগনের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার(৩০ অক্টোবর) দুপুরে ধানখালী ইউনিয়নের ছৈলা বুনিয়া গ্রামের আনন্দবাজার সড়কে ৪নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল হোসেনের বিরুদ্ধে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মো.শাহীন, জামাল মিয়া, মো.রাজ, স্বর্ণমণি ও রোজিনা বেগমসহ ভুক্তভোগী সাধারণ মানুষ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন,ইউপি সদস্য আবুল হোসেন নির্বাচিত হওয়ার পর সরকারি ঘর, টয়লেট,বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জন্ম নিবন্ধন, ভিজিডি, ভিজিএফ ও ১৫ টাকা দরের চালের কার্ড প্রদানসহ সরকারি বিভিন্ন সুবিধা প্রদানের জনসাধারণের কাছ থেকে ২ হাজার থেকে ৫ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছেন।
প্রশাসনের কাছে এই দুর্নীতিবাজ সদস্যের বিচারের দাবি ও অর্থ আত্মসাধের টাকা ফেরত চায়।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া