বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
শনিবার (২৮অক্টোবর) সকালে কুয়াকাটা পৌর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি পৌর সভা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোটেল বনানী প্যালেসে এসে শেষ হয়।
র্যালি শেষে যুবদলের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক।
পৌর যুবদলের সাধারণত সম্পাদক মো, জহিরুল ইসলাম মিরন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামি।
এছাড়া আরো বক্তব্য রাখেন যুবদল নেতা মোঃ আবু বক্র সিদ্দীক মোল্লা, নুর আলম শেখ, আবু হানিফ গাজী, হাবিবুর রহমান খান, শ্রমিকদল সভাপতি মানিক ফকির, কৃষকদল সভাপতি আলী হোসেন খন্দকার, ছাত্রদল আহ্বায়ক জুবায়ের আহমেদ রিয়াজ, স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব রাসেল শেখ এবং ছাত্রদল সদস্য সচিব নেছার হাওলাদার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন,দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে যুবদলের কর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে কাজ করতে হবে ।
অনুষ্ঠানে মহিপুর থানার ও ইউনিয়ন যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া পটুয়াখালী।