শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
এস আল-আমিন খাঁন, নিজস্ব প্রতিবেদকঃ
সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যসৃষ্টিকারী নারায়নগঞ্জে নৃ/শং/স/ভাবে নৈশ প্রহরীকে ইট দিয়ে মাথা থেঁ/ত/লি/য়ে হ/ত্যা মামলার অভিযুক্তকে র্যাব-৮ কর্তৃক হ/ত্যা/কা/ন্ডে/র ৪৮ ঘন্টার ভিতর পটুয়াখালীর কলাপাড়া থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদ এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৩ অক্টোবর ২০২৫ইং তারিখ আনুমানিক ১৮৩০ ঘটিকায় পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন বলিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক এজাহার নামীয় অভিযুক্ত অপু (২৫) পিতা- হিরা, সাং-নারায়ণগঞ্জ (মহসিন ক্লাবের গলি), থানা ও জেলা নারায়ণগঞ্জ’কে মা/ম/লা রুজুর ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঘটনার বিবরনে জানা যায়, ভিকটিমের ভাই মোঃ হযরত আলী এই মামলা বাদী। গত ইং ২০/১০/২০২৫ তারিখ বেলা ১২.০০ ঘটিকার সময় শিশু সানজিদা (১০), পিতা-বাহার, মাতা-আকলিমা বেগম, সাং-টনকি, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, বর্তমানে-ডন চেম্বার মোবারক ভিলার ভাড়াটিয়া, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জকে ধ/র্ষ/ণ চেষ্টার অভিযোগে অপরাপর এজাহার নামীয় বিবাদীসহ আরো অজ্ঞাতনামা ৫/৬ জন লোক নৈশ প্রহরী আবু হানিফ (৩০), পিতা-আবুল কালাম, মাতা-পারুল বেগম, স্থায়ী সাং-খোন্তাকাটা, থানা- শরণখোলা, জেলা-বাগেরহাট, বর্তমানে-খানপুর, জিতু ভিলার নিরাপত্তা প্রহরী, থানা ও জেলা-নারায়নগঞ্জকে তার বর্তমান ঠিকানা জিতু ভিলা হতে গত ইং ২০/১০/২০২৫ তারিখ আনুমানিক সকাল ১২.০০ ঘটিকার দিকে অভিযুক্ত অভি, অপু, রাহাতগণ বাসা থেকে ডেকে নিয়ে প্রথমে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন নারায়নগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের বিপরীত পাশে সুন্দরবন মাঠে ডেকে নিয়ে মারধর করে।
আনুমানিক ১২.৩০ ঘটিকার দিকে সেখান থেকে তাকে নারায়নগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের সামনে জোড়া ট্যাংকির মাঠের মধ্যে নিয়ে গেলে সেখানে আরো অজ্ঞাতনামা উশৃঙ্খল জনতা জড়ো হয় সেখানেও তাকে মারধর করা হয়।
সর্বশেষ দুপুর ০১.৩০ ঘটিকার দিকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে অটোতে করে খানপুর মেট্রো হলের পশ্চিম পাশে বাউন্ডারী করা খালি জায়গায় নিয়ে এজাহার নামীয় বিবাদীসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জন বিবাদী তাকে ইট দিয়ে এলো পাথারী মা/র/ধ/র, কিল, ঘুষি, লাথি মেরে আবু হানিফের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জ/খ/ম করলে তার অবস্থা গুরুতর হলে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে গত ২০/১০/২০২৫ খ্রিঃ তারিখ বেলা ১৫.০০ ঘটিকায় খানপুর জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০/১০/২০১৫ খ্রিঃ তারিখ রাত ২০.০০ ঘটিকায় আবু হানিফ (৩০) মৃ/ত্যু/র/ন করেন। পরবর্তীতে থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে ভিকটিমের মৃ/ত দেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং মৃ/ত দেহ ম/র্গে প্রেরণ করেন। ঘটনা সংক্রান্তে বাদী থানায় হ/ত্যা মা/ম/লা দায়ের করেন।