মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
বাউফলে মাছ কিনতে গিয়ে নৌ-পুলিশের ধাওয়া খেয়ে তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দেওয়া রাসেল খান (৩২) নামের এক যুবকের ম-র-দে-হ তিন দিন পর উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নিহতের স্বজনরা উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকার তেঁতুলিয়া নদীর বাতিঘর পয়েন্ট থেকে ঐ তার ম-র-দে-হ উদ্ধার করে।
রাসেল খান উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে।
তিনি পেশায় একজন দর্জি ছিলেন। মৃত রাসেল খানের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
সংশ্লিষ্টসূত্রে জানা যায়, তেঁতুলিয়া অভয়ারণ্যে চলছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। ৪অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সাড়া দেশে মা ইলিশ ধরা ও ক্রয়বিক্রয় করা সম্পূর্ণ নিষেধ।
গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে নিষেধাজ্ঞা অমান্য করে রাসেল খান তিন বন্ধুসহ একটি ট্রলারে করে তেঁতুলিয়া নদীতে ইলিশ মাছ কিনতে যান।
সে সময় নৌ-পুলিশের ধাওয়া খেয়ে রাসেল নদীতে ঝাঁপ দেন এবং তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।
পরের দিন থেকে ফায়ার সার্ভিসের ডুবুড়ি দল উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে আজ সকালে তার ম-র-দে-হে-র-দে-হে-র সন্ধান পান।
সেখান থেকে স্বজনরা তার ম-র-দে-হ উদ্ধার করেন। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান সরকার বলেন, ‘ম-র-দে-হ উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলে নৌ ফাঁড়ির পুলিশ অবস্থান করছে। স্বজনদের সঙ্গে কথা বলে মরদেহ ময়না তদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে।
আরিফুল ইসলাম বাউফল (পটুয়খালী) প্রতিনিধি