শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালী কলাপাড়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন হয়েছে।
শুক্রবার(১৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় টিয়াখালী ইউপির পশ্চিম বাদুরতলী সংলগ্ন বালুর মাঠে এ খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক এবং স্পন্দন কলাপাড়ার সভাপতি আবুল হাসনাত রিমন সিকদার।
২ নং টিয়াখালী ইউনিয়ন যুবদলের সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মো.বশির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার।
কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দল ও টূর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মো.নূর এলাহির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টিয়াখালী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন প্যাদা, কলাপাড়া পৌর বন্দর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বিল্লাল খান কাবুল, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক সম্পাদক রেহান উদ্দিন রেহান, ২ নং ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক আরিফ সিকদার,
ক্রীড়া সংগঠক নিজাম উদ্দিন, অলোক বিশ্বাস, ফরিদ উদ্দিন, টিয়াখালী ইউনিয়ন বিএনপি নেতা আ:ছালাম ফকির, শাহজাহান হাওলাদার, হারিস উদ্দিন, বারেক তালুকদার,
মোস্তাফিজুর রহমান এবং নুরুল ইসলাম। ১২টি দল নিয়ে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন বর্ডার একাদশ এবং বাদুরতলী সিনিয়র একাদশ। খেলা পরিচালনা করেন হামিরুল ইসলাম, কাজী সোহেল এবং রিয়াজ সিকদার।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া