বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
বরিশাল ওয়ার্ড বিএনপির দল থেকে আজীবন বহিষ্কৃত নেতা ফরিদ উদ্দিন’র অপকর্ম তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন নগরীর ২৬ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মো. হুমায়ুন কবির রিপন।
ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীদের আয়োজনে বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় নগরীর ২৬ নং ওয়ার্ড ‘নতুন হাট’ বাজার ওয়ার্ড বিএনপি অফিস কার্যালয়ের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে হুমায়ুন কবির রিপন বলেন, সম্প্রতি নতুন হাট বাজারে নির্মাণাধীন একটি কার্যক্রম নিয়ে নগরীর ২৬ নং ওয়ার্ড বিএনপির নেতা কর্মীসহ দলের ওয়ার্ড অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেয়া হয়েছে।
মূলত প্রায় ২০ বছর পূর্বে বরিশাল জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়দুল হক চান এর অর্থায়নে ওয়ার্ড বিএনপি নেতাকর্মীসহ সমর্থকদের বসার জন্য কাঠ টিনের একটি অফিস নির্মাণ করা হয়।
একই সাথে অফিসে আসবাবপত্র সহ একটি টেলিভিশন দেয়া হয়। কাঠ টিনের সেই ঘরটি জরাজীর্ণ হয়ে ভেঙ্গে পড়ে যায়। ওয়ার্ড বিএনপি নেতাকর্মীরা সহ স্থানীয় অধিকাংশ বাসিন্দা ও বাজার ব্যবসায়ীরা আমার কাছে অনুরোধ করে বলেন, যে আবহাওয়া খারাপ হলে ঝড় বৃষ্টিতে আমরা একটু বসতে ও দাঁড়াতে পারি না।
আগের মত বসার ব্যবস্থা হলে ভালো হয়। তাই আমরা সবাই মিলেমিশে ভেঙ্গে থাকায় পুরাতন কাঠ টিন সড়িয়ে নতুনভাবে নির্মাণ করি।
এমতাবস্থায় ২৬ নং ওয়ার্ড জাতীয়তাবাদী দলের সনদপ্রাপ্ত বিশ্বাসঘাতক মীরজাফর আখ্যা পেয়ে দল থেকে আজীবন বহিষ্কৃত ফরিদ উদ্দিন বরিশাল এডিএম কোর্টে একটি মামলা দায়ের করেন। আদালত কার্যক্রম স্থগিত রাখার নোটিশ প্রদান করলে আমরা সব কার্যক্রম বন্ধ রাখি। অথচ এ ঘটনায় যুবদলের সভাপতি জিয়াউর রহমানকে রাজনৈতিকভাবেই হেয়প্রতিপন্ন করার জন্য তাকে জড়ানো হয়েছে।
সে এ বিষয়ে কিছুই জানেন না। এই ফরিদ আ.লীগ শাসনামলে সব সুবিধা ভোগ করেছে।
অপরদিকে ২৬ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব গফুর মোল্লা বলে যাচ্ছে দখলদারের বিচার চাই। মূলত আমরা পুরাতন অফিস নির্মাণ করতেছি।
এখানে সরকারি জমির উপর স্থাপনা নির্মাণ করা হয়নি। উল্টো কালিজিরা বাজারের সে সিটি কর্পোরেশনের জমি দখল করে অফিস নির্মাণ করেছে।
তারা ওয়ার্ড বিএনপিকে ধ্বংস করার জন্য এমন পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। বিষয়টিতে কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দসহ বরিশাল মহানগর বিএনপি নেতাকর্মীদের কাছে ন্যায্য বিচার চেয়েছেন।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ‘নতুন হাট’ বাজারের জমিদাতা সদস্য আ. খালেক হাওলাদার (৭০) ও আ. গনি হাওলাদার (৭৫), বরিশাল মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও ‘নতুন হাট’ বাজার মসজিদ কমিটির সভাপতি মো. দুলাল গাজী (৫৮), মসজিদ কমিটির সেক্রেটারি খান মো. সুলতান (৬৫), ব্যবসায়ী মোতাহার হাওলাদার (৫০) ও মন্টু মোল্লা (৬২) সহ প্রায় স্থানীয় অর্ধশতাধিক বাসিন্দা।
মুঠোফোনে ওয়ার্ড বিএনপি থেকে আজীবন বহিষ্কৃত ফরিদ উদ্দিন বলেন, আমি জনস্বার্থে এমনটা করেছি। কারণ বাজারের জমিতে কোনো দলীয় অফিস হবে না। স্থানটি আগে নির্বাচনী প্রচারণার ছাউনি ছিল।
মুঠোফোনে ২৬ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব গফুর মোল্লা বলেন, কালিজিরা বাজারের ইজারা আমি এক বছরের জন্য পেয়েছি। আমার লিজ নেয়া জায়গায় আমি কাঠ টিনের অফিস করেছি। তবে সিটি করপোরেশন থেকে কোন অনুমতি নেননি বলে জানান।