মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
আমরা চাই সবুজ পৃথিবী, ধোঁয়াশা মুক্ত আগামী এ প্রতিপাদ্য নিয়ে “গ্লোবাল উইক অব ক্লাইমেট একশনস” উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় আভাস ও তারুণ্যের কলাপাড়ার আয়োজনে মানববন্ধন ও সভায় সভাপতিত্ব করেন তারুণ্যের কলাপাড়া’র সভাপতি রাকায়েত আহসান।
এতে অংশ নেয় স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। মানববন্ধনে অংশ নেয়া তরুণ তরুণীরা নবায়ন যোগ্য শক্তি ব্যবহার করো, পৃথিবীকে ভালোবাসাে।
জলবায়ু রক্ষা জীবন রক্ষা, এমন প্লাকার্ড প্রদর্শন করে। সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে উপকূলীয় জেলা পটুয়াখালীর মানুষ।
বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধির কারণে বরফ গলে সমুদ্রের পানির উচ্চতা ক্রমশ বাড়ছে। প্লাবিত হচ্ছে উপকূলের নিম্মাঞ্চল।
তাই তাদের দাবি এখনই সময় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের। একই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দেন তারা।
মোয়াজ্জেম
হোসেনকলাপাড়া